পাকিস্তানে নির্বাচনী প্রচারণায় পিটিআই ঘনিষ্ঠ প্রার্থীকে গুলি করে হত্যা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-01 07:56:16

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় রেহান জেব খান নামের একজন স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্বতন্ত্র এ প্রার্থী ইমরান খানের দল পিটিআই এর ঘনিষ্ঠ ছিলেন। 

বুধবার (৩১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানায়, রেহান জেব খান এলাকায় প্রচারণা চালানোর সময় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা তার গাড়িতে গুলি চালায়। এরপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

বাজাউর জেলা পুলিশ অফিসার কাশিফ জুলফিকার বলেছেন, ‘টার্গেটেড কিলিং বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অভিযান চালাচ্ছে।’ 

এই হত্যার তীব্র নিন্দা জানিয়ে পিটিআই বলেছে, পিটিআই ঘনিষ্ঠ প্রার্থী ও জনসমাবেশ কেন্দ্র করে সন্ত্রাসী হামলা করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একটি বড় প্রশ্ন। নির্বাচনী সমাবেশে হামলা ও প্রার্থীকে হত্যার দায় তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে। 

এর আগে, বেলুচিস্তানের সিবিতে পিটিআইয়ের একটি সমাবেশে বোমা বিস্ফোরণে চারজন নিহত এবং ছয়জন আহত হয়। 

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নিহত স্বতন্ত্র প্রার্থীও প্রচারণায় গিয়েছিলেন। 

এ সম্পর্কিত আরও খবর