রাখাইনের নদীতে ভাসছে জান্তা সৈন্যদের মৃতদেহ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-01 17:50:49

রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে রার মং নদীর পানিতে ৩০টিরও বেশি জান্তা সৈন্যের মৃতদেহ ভাসতে দেখা গেছে।

বুধবার (৩১ জানুয়ারি) মিয়ানমারের সংবাদমাধ্যম নারিনজারা নিউজকে স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমি নিশ্চিত নই যে কবে তারা মারা গেছে। তাদেরকে এখন ভাসতে দেখা যাচ্ছে। সেখানে ৩০ টিরও বেশি লাশ ছিল। যাদের সবাই সামরিক ইউনিফর্ম পরা ছিল।

মিনবায়ার রার মাউং নদীতে এসব মরদেহ ভাসতে দেখা গেছে। যেখানে কয়েকদিন আগে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং সামরিক জান্তার মধ্যে তীব্র লড়াই হয়েছে। ওই ঘটনার পর লাশগুলো ভাসমান অবস্থায় দেখা যায়।

নারিনজারা নিউজ জানিয়েছে, গত ২০ জানুয়ারী কায়াত সিন ব্রিজ থেকে নৌবাহিনীর বার্জে করে সেনাদের নতুন একটি দল মিনবায়াতে আসে। সেদিন আরাকান আর্মি যোদ্ধারা তাদের ঘিরে ফেলে এবং আক্রমণ করে, ফলে সৈন্যদের মধ্যে অনেক হতাহত হয়। মৃতদেহগুলো সেই সৈন্যদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ২৩ জানুয়ারী, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছিল যাতে ৭ জন জান্তা সৈন্যের মৃতদেহ দেখা যায়। ওই ভিডিওতে মিনবিয়া টাউনশিপের অধীনে মিন বার গি জেটিতে আরাকান আর্মি সদস্যদের অস্ত্র উদ্ধারের চিত্রও তুলে ধরেছে।

এ সম্পর্কিত আরও খবর