বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 20:21:57

দায়িত্বের ৬ বছরের মাথায় এসে আশ্চর্যজনকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জিম ইয়ং কিম।

সোমবার (৭ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন (মার্কিন সময়ানুযায়ী)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আগামী ফেব্রুয়ারির ১ তারিখ থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ৫৯ বছর বয়সী কিমের বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত। এর আগে ২০১৭ সালে দ্বিতীয়বারের মতো বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের পদে নির্বাচিত হন।

এ বিষয়ে এক বিবৃতিতে কিম বলেন, ‘এ রকম একটা প্রতিষ্ঠানে প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত।‘

তবে পদত্যাগ করার কোন কারণ তিনি জানাননি। কিন্তু চায়নাকে বিশ্ব ব্যাংক কর্তৃক লোন দেয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত এই প্রেসিডেন্টকে চাপে রাখে।

এর কারণেও তিনি পদত্যাগ করতে পারেন বলে আন্তর্জাতিক মিডিয়াতে গুঞ্জন উঠেছে। ২০১২ সালের জুলাইয়ে প্রথমবার কিম বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত হন।

এ সম্পর্কিত আরও খবর