ইমরান-বুশরার নিকাহ ইসলাম সম্মত নয়: উভয়কে ৭ বছরের কারাদণ্ড

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-03 17:50:51

ইমরান খান এবং বুশরা বিবি’র নিকাহ ইসলামিক বিধিসম্মত নয় ঘোষণা করে ৭ সাত বছর করে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের এক আদালত।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডির ট্রায়াল কোর্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান ও বুশরা বিবি'র নিকাহ ইসলামিক বিধিসম্মত হয়নি ঘোষণা করে উভয়কে ৭ বছর করে সাজা ঘোষণা করে।

রায় ঘোষণার সময় বুশরা বিবি ও ইমরান খান আদালতে উপস্থিত ছিলেন। বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ায়ার মানেকার দায়ের করা পিটিশনের শুনানি শেষে এ রায় ঘোষণা করে বিজ্ঞ আদালত। 

মানেকা তার আবেদনে বুশরা ও ইমরান খানের নিকাহ (বিয়ে) কে 'প্রতারণা' বলে দাবি করেছেন। তিনি দাবি করে বলেন, বুশরা ও ইমরান খানের নিকাহ ইসলামি শরীয়াহ অনুযায়ী হয় নি। কাজেই এটি বৈধ বিবাহ নয়। 

একইসাথে অনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য এমন অবৈধ বিয়ে করে মানেকা ও তার পরিবারকে কলঙ্কিত করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এজন্য মানেকা আদালতের বুশরা বিবি ও ইমরান খানের কঠোর শাস্তি দাবি করেন। 

উল্লেখ্য, ইসলামাবাদের একটি দুর্নীতি বিরোধী আদালতের এই দণ্ডাদেশের একদিন আগেই ইমরানকে আরেকটি মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশের অভিযোগে। পাকিস্তানের জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে এই রায় দেওয়া হলো।  

 

এ সম্পর্কিত আরও খবর