পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫, আহত ৩০

ভারত, আন্তর্জাতিক

Ashish Biswas | 2024-02-07 14:40:51

পাকিস্তানের বেলুচিস্তানে এক আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ জন এবং এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় নির্বাচনের আগের দিন এক স্বতন্ত্র প্রার্থীর অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের নিউজপোর্টাল দ্য নিউজ এ খবর জানায়।

খবরে বলা হয়, বুধবার দুপুরে বেলুচিস্তান প্রদেশের পিশিন জেলার খানোজাই এলাকায় আসফাদিয়ার কাকার নামে এক স্বতন্ত্র প্রার্থীর অফিসের সামনে আত্মঘাতী হামলা হয়। সে সময় প্রার্থীর কর্মী ও সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন।

জিও নিউজকে কাকার জানান, তার অফিসের সামনে এক মোটরসাইকেল থেকে এ আত্মঘাতী হামলা করা হয়েছে।

দেশটির অন্য একটি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বেলুচিস্তানের অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র ও উপজাতি প্রতিমন্ত্রী মীর জুবায়ের খান জানিয়েছেন, হামলাটি ছিল আত্মঘাতী।

তিনি বলেন, দেশের শত্রুরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এ হামলা করেছে। তবে এ ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

 

এ সম্পর্কিত আরও খবর