সৌদি আরবে গুলিতে নরসিংদীর বিএনপি নেতা নিহত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-26 06:00:54

সৌদি আরবে গুলি করে এক বাংলাদেশি নাগরিককে হত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে সৌদি আরবের আবা ডিস্টেকের খামিস মুসায়েতের সারাত আবিদা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রবাসী আজিজুল তালুকদার (৪০) নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের রমজান আলী তালুকদারের ছেলে। তিনি রায়পুরা উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ছিলেন। গত ইউপি নির্বাচনে চরমধুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন আজিজুল। আজিজুলকে গুলি করে হত্যা করা সৌদি নাগরিকের নাম খামিজ মোসায়েত বলে জানা গেছে। রায়পুরার হাসনাবাদ গ্রামের সৌদি প্রবাসী লুৎফর রহমান ভুঁইয়া ফোনে জানান, ঘটনার দিন দুপুরের খাবার শেষে আজিজুল তার দোকানে যান। সেখানে খামিজ মোসায়েত এসে কিছু সবজি কিনে টাকা না দিয়ে চলে যেতে চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খামিজ ক্ষিপ্ত হয়ে চলে যান। কিছুক্ষণ পর পিস্তল নিয়ে দোকানে এসে আজিজুলের ছোট ভাইয়ের সামনে তাকে লক্ষ্য করে চারটি গুলি করেন। দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে খামিজ আরো একটি গুলি করেন আজিজুলকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের বাংলাদেশি লোকজন ছুটে এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত আজিজুল তালুকদার প্রায় ১২ বছর যাবৎ সৌদি প্রবাসী। মাঝে মধ্যে তিনি বাংলাদেশে আসতেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি রায়পুরা উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ছিলেন এবং গত ইউপি নির্বাচনে চরমধুয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। লূৎফর রহমান ভুঁইয়া আরো জানান, আগামী সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে আজিজুলের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ দূতাবাস। এদিকে আজিজুল তালুকদার নিহত হওয়ার খবরে তার চরমধুয়া গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত আরও খবর