‘উস্কানি দেওয়া হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিন’

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-11 16:16:30

উত্তর কোরিয়ার হুমকি বৃদ্ধির পর দেশটির যেকোনও প্রকার উস্কানির বিপরীতে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য নিজ দেশের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল।

প্রেসিডেন্ট ইউল শনিবার (১০ ফেব্রুয়ারি) তার দেশের মেরিন সেনাদের বলেছেন, ‘উস্কানি দেওয়া হলে প্রথমে পদক্ষেপ নিন, পরে রির্পোট করুন।’

পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এ বছর দক্ষিণ কোরিয়াকে তাদের দেশের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করে পুন:একত্রীকরণ এবং প্রচারের কাজে নিয়োজিত সংস্থাগুলো বন্ধ করে দিয়েছে ।

আঞ্চলিক আইন লঙ্ঘন করে উত্তর কোরিয়ার ০.০০১ মিলিমিটার ভূখন্ডও দখল করা হলে তার বিপরীতে যুদ্ধের হুমকি দিয়ে রেখেছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত শুক্রবার ফের বলেছেন, ‘উত্তর কোরিয়া আক্রান্ত হলে সিউলকে ধ্বংস করতে কোনও দ্বিধা করবে না পিয়ংইয়ং।’

তিনি সিউলকে উত্তর কোরিয়ার সবচেয়ে বিপজ্জনক, এক নম্বর শত্রু রাষ্ট্র এবং চিরশত্রু বলে অভিহিত করেন।

২০২২ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষিণ কোরিয়ার চৌকস নেতা ইউল উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় যৌথ সামরিক মহড়াসহ যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে।

তার দপ্তর জানিয়েছে, ইউল রিপাবলিক অফ কোরিয়া মেরিন কর্পস শাখার সামনের সারি পরিদর্শনের সময় বলেন, ‘যদি শত্রুরা আমাদের উস্কানি দেয়, তাহলে আপনারা আগে পদক্ষেপ নিন, পরে রিপোর্ট করুন। নীতিটি মেনে চলুন এবং শত্রুর ইচ্ছাকে একেবারে ভেঙ্গে দিতে কোন দ্বিধা না করেই চূড়ান্ত এবং অপ্রতিরোধ্যভাবে জবাব দিন।’

ইউন গত মাসেও এবং ডিসেম্বরে সম্মুখ সারির এক সেনা ইউনিট পরিদর্শনকালে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর