আবারও হাসপাতালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-12 14:01:35

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। মূত্রাশয়ের সমস্যাজনিত কারণে রোববার (১১ ফেব্রুয়ারি) তাকে ওয়াশিংটনের একটি ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মূত্রাশয়ের সমস্যার উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী অস্টিনকে ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগেই অস্টিনকে হাসপাতালে থাকতে হয়েছিল। এর আগে কয়েক দফায় নানা শারীরিক অসুস্থতার কারণে অস্টিনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অস্ত্রোপচারজনিত কারণে তার শরীরের বিভিন্ন স্থানে ব্যথা দেখা যায়। তবে তখন তিনি তার হাসপাতালে থাকার বিষয়টি গোপন রেখেছিলেন। এ নিয়ে তখন বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল।

এরপর জানা যায় মূত্রাশয়ের প্রদাহজনিত সমস্যায় ভুগছেন তিনি। 

গতকাল আবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি প্রতিরক্ষা উপমন্ত্রী ও মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ ছাড়া হোয়াইট হাউস ও কংগ্রেসকে তা অবহিত করা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়ায় অস্টিন অফিসের দায়িত্ব ও কর্তব্য উপপ্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকসের কাছে হস্তান্তর করেছেন।

 

এ সম্পর্কিত আরও খবর