পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রীর পদে তার দলের প্রার্থী হিসাবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আলী আমিন গন্ডাপুরকে মনোনীত করেছেন।
জিও নিউজ জানিয়েছে, আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান খান বলেন, ‘কেপির মুখ্যমন্ত্রী হবেন আলী আমিন গন্ডাপুর।’
এ ছাড়াও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনাও বাতিল করেছেন এই পিটিআই প্রধান।
ইমরান জানান, তিনি তার দলের নেতাদের ওই তিন দল ছাড়া অন্য দলের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন।
ইমরান বলেন, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে।