পাকিস্তানে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান পিএমএল-এন'র

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-15 17:56:43

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি ষোড়শ জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। সরকার গঠনের সময়সীমা যতই শেষ হয়ে আসছে, ততই একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে দেশটিতে।

এ অবস্থায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পিএমএল-এনের এক ঊর্ধ্বতন নেতা খাজা সাদ রফিক রাজনৈতিক স্থিতিশীলতা ও সম্প্রীতি রক্ষায় কেন্দ্রে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

খবরে বলা হয়, মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) পাকিস্তানের সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, জাতীয় নির্বাচনে কোনো দলই যেহেতু এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেক্ষেত্রে সব দল মিলে কেন্দ্রে সরকার গঠন করা যেতে পারে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখের মধ্যে সরকার গঠন করতে হবে। এ বাধ্যবাধকতা থেকে পাকিস্তানে রাজনৈতিক মেরুকরণ এবং একের পর এক সিদ্ধান্ত গ্রহণ ও বদলের ঘটনা ঘটে চলেছে।

মুসলিম লীগ (নওয়াজ)-পিএমএল-এন, বিলওয়াল ভুটোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে কেন্দ্র, পাঞ্জাব ও বেলুচিস্তানে সরকার গঠনে তোড়জোড় করে যাচ্ছে। সমঝোতা হয়েও চূড়ান্ত সিদ্ধান্তগ্রহণে এখনো বিলম্ব ঘটছে।

দুই দলের সমঝোতায় পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) থেকে প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরিফের নাম প্রস্তাব করা হয়। সেই সঙ্গে পিপিপি’র নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বুধবার সংবাদমাধ্যমকে জানানো হয়।

এদিকে ইমরান খানের নেতৃত্বধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে জানানো হয়, পিটিআই জাতীয় পরিষদে বিরোধী দলের আসনে বসবে। কিন্তু বুধবার সে সিদ্ধান্ত গ্রহণের পর বৃহস্পতিবার তা একেবারে আমূল বদলে গেল। দলটি ওমর আইয়ুবকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইমরান খানের পিটিআই এবং তার সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১০১ টি আসন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫ টি আসন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি ৫৪ টি আসন পেয়েছে। 

 

এ সম্পর্কিত আরও খবর