প্রধানমন্ত্রী হিসেবে ওমর আইয়ুবকে মনোনয়ন দিয়েছেন ইমরান খান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-16 12:54:54

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ওমর আইয়ুবকে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মিয়া আসলাম ইকবালকে মনোনয়ন দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ  (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান আদিয়ালা কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যারিস্টার গহর বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাব ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মিয়া আসলাম ইকবাল ও সালার কাকারকে মনোনীত করেছেন। অন্যদিকে  প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ওমর আইয়ুবকে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে মিয়া আসলাম ইকবালকে মনোনয়ন দিয়েছেন।

ব্যারিস্টার গহর এবং অন্যান্য পিটিআই নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কারাবন্দি দলীয় প্রধানের সঙ্গে বৈঠক করার পরে এই সিদ্ধান্ত জানান বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, অন্যান্য রাজনৈতিক দলের মতো পিটিআইও জোট সরকার গঠন নিয়ে বিভিন্ন আলোচনা করছে। চলতি সপ্তাহের শুরুতে ইমরানের পিটিআই জানায়, তারা কেন্দ্র ও পাঞ্জাবে মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিনের সঙ্গে জোট করবে। দলটি খাইবার পাখতুনখোয়ায় জামায়াতে ইসলামীর (জেআই) সঙ্গে জোট সরকার গঠনের কথা জানিয়েছিল। কিন্তু জেআইয়ের লিয়াকত বালুচ জানায়, তার দল পিটিআইয়ের সঙ্গে জোট গঠনে আগ্রহী নয়।

গহর বলেন, পিটিআই নেতা আসাদ কায়সারের ভাই আকিবুল্লাহ খানকে খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের স্পিকার পদের জন্য বেছে নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় পরিষদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে পিটিআইয়ের মনোনয়ন ঘোষণা করা হবে। তবে পিটিআই বিরোধী দল পিএমএল-এন, পিপিপি ও এমকিউএম-পির সঙ্গে কোনো রকম জোট করবে না বলে জানান তিনি।

তিনি বলেন, ইমরান খান পরিষ্কারভাবে বলেছেন, পিটিআইয়ের রাজনীতি ক্ষমতা ভাগাভাগির জন্য নয়, জনগণের জন্য। পিটিআই জনগণের অধিকার আদায়ের রাজনীতি করছে এবং তারা জনগণের ম্যান্ডেট ও গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আমরা কোনো ক্ষমতার ভাগাভাগিতে বিশ্বাস করি না।

গহর আরও জানান, তাদের সঙ্গে হওয়া 'অন্যায়ের' বিরুদ্ধে আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) তারা দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করবে।

এর আগে ব্যারিস্টার গহর ৮ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের বিরোধিতা করা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে; বিশেষত গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স, জামায়াতে ইসলামী (জেআই), জমিয়ত-ই-উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ), তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান ও আওয়ামী ন্যাশনাল পার্টির নাম নিয়ে তাদেরকে পিটিআইয়ের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

 

এ সম্পর্কিত আরও খবর