নির্বাচনে কারচুপি, আইএমএফের সহায়তা বন্ধে চিঠি দেবেন ইমরান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-22 18:49:36

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে একটি চিঠি লিখেছেন, যে চিঠিতে তিনি নির্বাচনে কারচুপির কারণে পাকিস্তানের প্রতি তাদের সমর্থন বন্ধ করার দাবি জানিয়েছেন।

পিটিআই নেতা আলী জাফর জিও নিউজকে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ওই চিঠির বিষয়ে নিশ্চিত করেছেন।

আলী জাফর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে খানের সাথে দেখা করার পর সাংবাদিকদের বলেন, ‘ইমরান খান আজ (বৃহস্পতিবার) আইএমএফকে চিঠি দেবেন। কারণ, আইএমএফ, ইইউ এবং অন্যান্য সংস্থার চার্টারে বলা হয়েছে যে, সুশাসন থাকলেই তারা একটি দেশে কাজ করতে বা ঋণ প্রদান করতে পারে।’

জাফর বলেন, ‘তাদের সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হলো একটি দেশকে গণতান্ত্রিক হতে হবে। যদি গণতন্ত্র না থাকে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো সেদেশে কাজ করতে পারে না, তাদের কাজ করা উচিতও না।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মূল স্তম্ভ হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। পুরো বিশ্ব দেখেছে কীভাবে জাতির ম্যান্ডেট চুরি করা হয়েছে। নির্বাচন পরবর্তী কারচুপিতে পিটিআইয়ের বিজয়ী প্রার্থীদের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে।’

সিনেটর জাফর বলেন, ‘রাতের আঁধারে জনগণের ভোট চুরি হয়েছে। নির্বাচনের ফলাফলের অডিট না করে বেলআউট প্যাকেজের জন্য আইএমএফের কাছে যাওয়া দেশের জন্য ক্ষতিকর হবে।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘ইমরানের স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি, যিনি সাব-জেল হিসাবে ঘোষিত বানি গালার বাসভবনে বন্দী রয়েছেন।’

উল্লেখ্য, পাকিস্তান গত বছর আইএমএফ থেকে একটি স্বল্পমেয়াদী ৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রোগ্রাম সুরক্ষিত করেছিল, যা দেশটিকে ঋণ খেলাপি এড়াতে সাহায্য করেছিল।

এ সম্পর্কিত আরও খবর