অলিম্পিকে খেলছেন খ্রিষ্টান ধর্ম যাজকরা!

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 17:24:30

কেমন হবে অলিম্পিকের খেলার মাঠে একজন ধর্ম যাজক দৌড়াচ্ছেন কিংবা একজন নারী ধর্ম যাজক শারীরিক কসরত দেখিয়ে পুরষ্কার জিতে নিচ্ছে? নিশ্চয়ই আলোচনা সমালোচনা শেষে সকলেই মাঠের খেলাটা উপভোগ করতে পারবে।

আর ঠিক এমনটা করতে এবং মাঠের খেলার জন্য নিজেদের প্রস্তুত করতে চুক্তি করছে খৃষ্ট ধর্মের তীর্থস্থান ভ্যাটিকান সিটির ধর্ম যাজকরা। অলিম্পিকের মতো খেলায় অংশ নিতে টিম গঠন করার জন্য ইতালির সাথে এক দ্বি-পাক্ষিক চুক্তি সম্পন্ন করেছে।

শুক্রবার (১১ জানুয়ারি) ইতালির সাথে চুক্তিটি সম্পন্ন করে। ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

ভ্যাটিকান অ্যাথলেটিকস নামে এই টিমে ৬০ জন সদস্য রয়েছে। যেখানে ধর্ম যাজক (প্রিস্ট, নান) নিরাপত্তা কর্মীরা রয়েছেন।

তবে ভ্যাটিকান এই টিম অলিম্পিকে যেতে পারবে কিনা এমন এক প্রশ্নে ভ্যাটিকান অ্যাথলেটিকসের প্রধান বলেন, ‘এটা একটা স্বপ্ন। তবে আমরা আশা হারাচ্ছি না। আমরা লম্বা সময় ধরে কাজ করে যাব নিজেদের প্রমান করতে।‘

এই দলটির সর্ব কনিষ্ঠ খেলোয়াড়ের বয়স ১৯ বছর, সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের বয়স ৬২।

তবে কে কি মনে করবে সেটা নিয়ে আপাতত ভাবছে না ক্ষুদ্র এই দেশটির মানুষরা। আপাতত খেলার মাধ্যমে মানুষের সাথে মিশতে পারাটাকেই বড় করে দেখছেন।

এ সম্পর্কিত আরও খবর