ফেব্রুয়ারি মাস ছিল উষ্ণতায় বিশ্ব রেকর্ড

বিবিধ, আন্তর্জাতিক

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-07 16:16:58

২০২৪ সালের ফেব্রুয়ারি ছিল এযাবত কালের সবচেয়ে উষ্ণতম মাস, যা বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। বিশ্ব রেকর্ড অনুযায়ী, শিল্প-বিপ্লবের আগে পৃথিবীর যে তাপমাত্রা ছিল, সে তাপমাত্রা থেকে ১.৭৭ ডিগ্রি সেলসিয়াস বেশি অনুভূত হয়েছে ফেব্রুয়ারি মাসে।

দ্য ইউরোপীয়ান ইউনিয়ন’স কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (C3S) এক বুলেটিনের তথ্যের বরাত দিয়ে বিজ্ঞান সাময়িকী নিউসায়েন্টিস্ট এ খবর জানায়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস বিশ্ব রেকর্ড সারির নবমতম স্থান দখল করেছে।

বুলেটিনে কার্লো বুউনটেমপোর উদ্ধৃতি উল্লেখ করে জানানো হয়, এটা শুধু আশ্চর্য হওয়ারই বিষয় নয় যে, বৈশ্বিক উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধি ঘটছে; ফেব্রুয়ারি মাসের উষ্ণতা ছিল তার চেয়েও বেশিকিছু। স্মরণকালের বিশ্ব রেকর্ড এটি।

কার্লো বুউনটেমপো, বিশ্বের বিজ্ঞানবিষয়ক যোগাযোগ সমন্বয়কারী হিসেবে কাজ করেন।

তিনি বলেন, ইউরোপ ১৯৯১ সাল থেকে ২০২০ সালের মধ্যে যে তাপমাত্রার মুখোমুখি হয়েছিল, সে তুলনায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের উষ্ণতা বেড়ে গড় তাপমাত্রা ছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, উষ্ণতা বৃদ্ধি ও শুষ্ক আবহাওয়ার কারণে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং চিলিতে ভয়াবহ দাবানলের মতো ঘটনা ঘটেছে। শুধু তাই-ই নয়, ফেব্রুয়ারিতে অস্বাভাবিক তাপমাত্রা বয়ে গেছে সারা পৃথিবী জুড়ে।

এ সম্পর্কিত আরও খবর