বিতর্কিত নাগরিকত্ব আইন চালুর প্রতিবাদে ভারতে বিক্ষোভ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-12 11:07:10

ভারতের আসামে সোমবার (১১ মার্চ) রাতে বিক্ষোভকারীরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর অনুলিপি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। 

এর আগে বিতর্কিত এই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার ঘোষণা দিয়েছে মোদি সরকার। গতকার সোমবার সন্ধ্যায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এই ঘোষণার পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়েছে।

সিএএ অনুযায়ী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সি ধর্মীয় সংখ্যালঘু সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের কারণে ভারতে গেছেন, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার।

তবে এই আইনে মুসলিমদের বিষয়ে কিছু বলার নেই, শুধু অমুসলিমদের সুরক্ষার কথা বলা হয়েছে। তবুও বিতর্কিত এই আইনকে মুসলিমবিরোধী আইন হিসেবে মনে করে অনেকে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, মঙ্গলবার (১২ মার্চ) থেকেই বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা মানুষ ভারতের নাগরিকত্ব পেতে অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য তাদের কাছ থেকে বাড়তি কোনও কাগজত্রও চাওয়া হবে না।

এ সম্পর্কিত আরও খবর