আন্তর্জাতিক চাপের কাছে নত হবে না ইসরায়েল: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-27 23:12:52

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার (২৭ মার্চ) বলেছেন, ‘চলতি সপ্তাহে তেল আবিবের শীর্ষ প্রতিনিধিদের পরিকল্পিত ওয়াশিংটন সফর বাতিল করার অর্থ হামাসকে এটা বোঝানো যে, গাজায় যুদ্ধ থামাতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কাছে নত করবে না ইসরায়েল।’

সফররত মার্কিন সিনেটর রিক স্কটের সঙ্গে ভিডিও বৈঠকে করা মন্তব্যে তিনি বলেন, ‘এটি হামাসের প্রতি প্রথম এবং প্রধানতম বার্তা ছিল, যার অর্থ কোনো চাপের উপর বাজি ধরবেন না, এতে করে কাজ হবে না।’

এদিকে ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছেন, চলতি মাসের শুরুতে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় হামাসের উপ-সামরিক কমান্ডার মারওয়ান ইসা নিহত হয়েছেন।

কিন্তু, হামাসের একজন সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার (২৬ মার্চ) ইসরায়েলের দাবিকে উড়িয়ে দিয়ে আল জাজিরাকে বলেছেন, ‘হামাসের পলিট ব্যুরো এখনও ইসার মৃত্যুর বিষয়ে কোনো প্রমাণ পায়নি।’

লেবাননের বৈরুত থেকে হামদান নামের হামাসের সিনিয়র ওই কর্মকর্তা বলেন, ‘সবাই জানে প্রথমদিন থেকেই ইসরায়েলিরা বলে আসছে যে, তারা কাসাম ব্রিগেড এবং অন্যান্য কমান্ডারদের টার্গেট করতে চায়। হামাসের পক্ষ থেকে ইসার শহীদ হওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া কেউ এই ধরনের তথ্য নিশ্চিত করতে পারে না।’

এর আগে ইসরায়েলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছিলেন, ‘আমরা সমস্ত গোয়েন্দা তথ্য যাচাই করেছি।’

তিনি আরও বলেন, ‘প্রায় দুই সপ্তাহ আগে আমরা যে, হামলা চালিয়েছিলাম তাতে মারওয়ান ইসা নিহত হয়েছেন।’

হামাসের পলিট ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রাশক বলেছেন, ‘ইসরায়েলের বিবৃতিতে আস্থা রাখা উচিত নয়। কারণ, এর নিশ্চিতকরণ বিবৃতি কেবল কাসাম ব্রিগেডের পক্ষ থেকেই আসতে পারে।’

ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে বলেছিল যে, তারা ৯-১০ মার্চ মধ্যগাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে একটি বিমান হামলা চালিয়ে ইসাকে হত্যা করেছে।

উল্লেখ্য, ইসা হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের নেতা মোহাম্মদ দেইফের ডেপুটি ছিলেন।

ইসরায়েল দাবি করেছে, গত ৭ অক্টোবরের হামলার কথিত মাস্টারমাইন্ড ছিলেন গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। তাই সিনওয়ার এবং দেইফ-উভয়কেই হত্যা করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল।

এ সম্পর্কিত আরও খবর