দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কারাগারে পাঠানোর নির্দেশ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-04-01 14:39:34

দুর্নীতির মামলায় ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত। ১৫ এপ্রিল পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে বলে সোমবার (১ এপ্রিল) জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আর মাত্র তিন সপ্তাহের মধ্যে ভারতের জাতীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে। তার আগে অন্যতম বিরোধীদল আম আদমি পার্টির (এএপি) এ শীর্ষ নেতার মুক্তির বিষয়টি ঝুলেই রইল।

রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নেওয়া হয় কেজরিওয়ালকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে এদিন কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে চাওয়া হয়নি। এই মুহূর্তে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন ইডির আইনজীবী এস ভি রাজু।

কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) বলেছে, তাদের নেতাকে একটি ‘বানোয়াট’ মামলায় ‘মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এবং তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সোমবার সংবাদ ওয়েবসাইট লাইভ ল’র প্রতিবেদনে ইডির আইনজীবীদের উদ্ধৃত করে বলা হয়েছে, কেজরিওয়াল তদন্তে ‘সহযোগিতা করছেন না’ এবং বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর ‘এড়িয়ে যাচ্ছেন’। তারা আদালতের কাছে কেজরিওয়ালকে আরও ১৫ দিন বিচারিক হেফাজতে রাখার আবেদন জানিয়েছিলেন।

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে। তাকে এই মামলায় মোট নয়বার সমন পাঠিয়েছিল কমিশন। কিন্তু, তিনি একবারের জন্যও হাজিরা দেননি। এরপরই ২১ মার্চ সন্ধ্যায় তার বাসভবনে তল্লাশি চালায় ইডি। ঘণ্টা দুয়েকের জিজ্ঞাসাবাদ পর্ব শেষে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে।

এ সম্পর্কিত আরও খবর