তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নাইট ক্লাবে আগুন লেগে এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিবিসি এ খবর জানিয়ে বলেছে, উঁচু ভবনের বেসমেন্ট তখন বন্ধ ছিল। সেখানে সংস্কারের কাজ চালানো হচ্ছিল।
এ বিষয়ে ইস্তাম্বুল শহরের গভর্নর দেভু গুল বলেছেন, কী কারণে আগুন লেগেছে, সে সম্পর্কে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।
তিনি মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় মৃতদের প্রতি শোক জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।