পদত্যাগ করলো এফবিআই উপ-প্রধান

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-28 22:31:13

পদত্যাগ করেছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) উপপ্রধান অ্যান্ড্রু ম্যাককেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার শিকার হয়ে সোমবার পদত্যাগ করেন সংস্থাটির এই উপপরিচালক। সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, মার্চ মাসে অবসরে যাওয়ার কথা ম্যাকেবের। তার আগেই তিনি পদত্যাগে বাধ্য হলেন। তবে ম্যাকেব মার্চেই 'ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন' (এফবিআই) ছাড়বেন বলে মনে করা হচ্ছে। তার আগে অবসরের দিন পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সহায়তার অভিযোগের বিষয়টি নিয়ে এফবিআইয়ের তদন্তে যুক্ত ছিলেন ম্যাককেবে। ওই তদন্ত এখনো চলছে। বেশ কিছুদিন ধরেই ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির নেতাদের সমালোচনার লক্ষ্য ছিলেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প এফবিআইয়ের উপপ্রধানের পদে ম্যাককেবেকে আর চাইছেন না-এমন কথা প্রকাশ হওয়ার পর সপ্তাহখানেকের মধ্যেই ওই পদ ছেড়ে দিলেন তিনি। গত মে মাসে এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্ত করলে কিছুদিন সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন ম্যাককেবে। এরপর গত আগস্টে এফবিআইয়ের প্রধান করা হয় ক্রিস্টোফার রে-কে। সোমবার ম্যাককেবের সম্পর্কের সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান ট্রাম্প। কিন্তু কিছুদিন আগে ম্যাককেবের সমালোচনা করে টুইটও করেন তিনি। ম্যাককেবের স্ত্রী জিল ম্যাককেবে ভার্জিনিয়ার সিনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। ওই প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেছিলেন, কীভাবে ম্যাককেবের অধীনে নিরপেক্ষ তদন্ত সম্ভব? হোয়াইট হাউজ ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্তের ব্যাপারে তাদের কোনো হাত থাকার কথা অস্বীকার করেছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সোমবার দৈনিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “ম্যাকেবের পদত্যাগের সিদ্ধান্ত হোয়াইট হাউজ দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পও এ প্রক্রিয়ায় জড়িত নন।” তাহলে ঠিক কি কারণে ম্যাকেব আগেভাগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। এফবিআই এর মুখপাত্রও তাকে নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি ম্যাকেবের বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়েছিলেন ট্রাম্প। হিলারি ক্লিনটনের প্রতি ম্যাকেবের পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন তিনি। হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে অফিসের কাজে তার ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি নিয়ে এফবিআই তদন্তের পরও হিলারির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না করার কারণে ম্যাকেব রিপাবলিকান আইনপ্রণেতা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনার শিকার হন। ট্রাম্প গত বছর মে মাসে এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর অ্যান্ড্রু ম্যাকেব কিছুদিনের জন্য সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন।    

এ সম্পর্কিত আরও খবর