ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির উদগীরণ, বিমানবন্দর বন্ধ ঘোষণা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-18 16:05:52

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণ শুরু হয়েছে। গতকাল বুধবার (১৭ এপ্রিল) শুরু হওয়া এ অগ্ন্যুৎপাতের ফলে আশেপাশের অঞ্চলে লাভাস্রোত ছড়িয়ে পড়েছে। এতে ওই এলাকার বাসিন্দারা ঘর-বাড়ি ছাড়তে শুরু করেছেন।

এদিক আগ্নেয়গিরির ধোয়া বাতাসে ছড়িয়ে পড়ার কারণে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মানাডো শহরের একটি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির বিমান কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষ নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করার পর বাজেট এয়ারলাইন এয়ার এশিয়া পূর্ব মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের ৯টি বিমানবন্দরের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে।

এছাড়া ওই অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেছেন, ৭২৫ মিটারের ওই পাহাড় থেকে স্থানীয়দের ৬ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় ১১ হাজার মানুষের বসবাস। এমন ঘটনার পর এখন পর্যন্ত ৮০০ জন তাদের ঘর-বাড়ি ছেড়েছে বলেও জানানো হয়।

 

এ সম্পর্কিত আরও খবর