থাই সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করলো মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-04-24 17:29:10

মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী থাইল্যান্ড সীমান্তের গুরুত্বপূর্ণ একটি শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বুধবার (২৪ এপ্রিল) একজন কর্মকর্তা স তাও নি বলেছেন, জান্তার সেনাদের কাছ থেকে বিদ্রোহীরা চলতি মাসে এই মূল বাণিজ্য বন্দরটি দখল করেছিল।

কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) একজন মুখপাত্র বলেছেন, মায়াওয়াদ্দি শহর থেকে তাদের বাহিনী অস্থায়ীভাবে পশ্চাদপসরণ করেছে।

স তাও নি বলেছেন, ‘কেএনএলএ সেনারা জান্তা সেনাদের এবং তাদের ব্যাকআপ দলকে ধ্বংস করবে যারা মায়াওয়াদ্দির দিকে অগ্রসর হয়েছিল।’

উল্লেখ্য, সম্প্রতি মায়াওয়াদ্দিতে লড়াই শুরু হয়েছিল। লড়াইয়ের তীব্রতায় একদিনে সেখানকার ৩ হাজার বেসামরিক লোককে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

থাইল্যান্ড বুধবার (২৪ এপ্রিল) বলেছে, লড়াই কম হয়েছে এবং বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা তার সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার আশা করছে।

থাই সরকারের মুখপাত্র নিকোর্ন্দেজ বালাঙ্কুরা এক ব্রিফিংয়ে বলেছেন, ‘পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবুও, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কারণ, পরিস্থিতির পরিবর্তন হতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর