ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক ফেব্রুয়ারির শেষে

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-04 17:36:44

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দ্বিতীয় বৈঠকে মিলিত হচ্ছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) উত্তর কোরিয়ার শীর্ষ মধ্যস্থতাকারী কিম ইয়াং কোলের সঙ্গে সাক্ষাতের পর হোয়াইট হাউজের পক্ষ থেকে এ ঘোষণা এলো। এই মধ্যস্থতাকারীর মাধ্যমে শীর্ষ নেতার পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি দেয়া হতে পারে বলেও আশা করা হচ্ছে।

হোয়াইট হাউজের টুইটার অ্যাকাউন্টে ১৯ জানুয়ারি ১টা ৩৬ মিনিটে জানানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

গত বছরের জুনে দুই শীর্ষ নেতার ঐতিহাসিক সাক্ষাতের পর পরমাণু নিরস্ত্রীকরণের পথে হাটছে উত্তর কোরিয়া। ফেব্রুয়ারীর শেষের দিকে অনুষ্ঠিতব্য দ্বিতীয় শীর্ষ সাক্ষাৎ কোথায় হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয় নি। তবে ধারণা করা হচ্ছে এই সাক্ষাৎ ভিয়েতনামে অনুষ্ঠিত হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর