চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফ্রান্স, সার্বিয়া ও হাঙ্গেরিতে রাষ্ট্রীয় সফর শেষে শনিবার ( ১১ মে) সকালে বেইজিংয়ে ফিরেছেন।
সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শি’র স্ত্রী পেং লিয়ুয়ান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও সিপিসি কেন্দ্রীয় কমিটির জেনারেল অফিসের পরিচালক কাই কুই, সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ তার সফরসঙ্গীরা একই ফ্লাইটে ফিরেছেন।