‘দক্ষিণ সুদানে ৭০ লাখের বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার মুখে’

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-05-15 15:24:23

অর্থনৈতিকভাবে দুর্বল দক্ষিণ সুদানের ৭০ লাখেরও বেশি মানুষ আগামী কয়েকমাসের মধ্যে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে মঙ্গলবার (১৪ মে) সতর্ক করেছে জাতিসংঘ।

এদের মধ্যে কয়েক হাজার মানুষ দুর্ভিক্ষের একেবারে বিপর্যয়কর পর্যায়ে রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান (ওসিএইচএ) দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ সুদানের প্রায় ৭১ লাখ মানুষ ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে চরম মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়, এদের মধ্যে ৭৯ হাজার মানুষ খাদ্য নিরাপত্তার বিপর্যয়কর পর্যায়ের (আইপিসি ফেজ-৫) ঝুঁকিতে রয়েছে। এদের অধিকাংশকে জলবায়ু পরিবর্তনের এবং দেশটির অর্থনৈতিক সংকট ও সংঘাতের কারণে এমন দুরাবস্থার মধ্যে পড়তে হচ্ছে।

২০১১ সালে স্বাধীনতা পাওয়ার প্রায় ১৩ বছর পর বিশ্বের সবচেয়ে কম বয়সি এ দেশ চরম অস্থিরতা ও সহিংসতার মুখে পড়েছে। দক্ষিণ সুদানের মোট ৯০ লাখ মানুষের মানবিক সাহায্য প্রয়োজন।

ওসিএইচএ জানায়, ২০২৩ সালের এপ্রিলে লড়াই শুরু হওয়ার পর থেকে উত্তর সুদান থেকে কমপক্ষে ৬৭০,০০০ মানুষ দক্ষিণ সুদানে পালিয়ে গেছে। এদের মধ্যে প্রায় ৮০ শতাংশ দক্ষিণ সুদানি যারা আগে সুদানে আশ্রয় নিয়েছিল।

চলতি বছর সুদানের জন্য জাতিসংঘের ১.৮ বিলিয়ন ডলারের মানবিক সাহায্য পরিকল্পনার অধীনে এ পর্যন্ত মাত্র ১১ শতাংশ অর্থায়ন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর