শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে স্ক্রিপালের

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-25 21:43:33

পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের শারীরিক  অবস্থার ‘দ্রুত উন্নতি’ হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ চিকিৎসকরা। ৬৬ বছর বয়সী স্ক্রিপাল সঙ্কটকালীন পরিস্থিতি কাটিয়ে উঠে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন সলসবেরি ডিস্ট্রিক্ট হাসপাতাল কর্তৃপক্ষ। মাসখানেক আগে পক্ষত্যাগী এ সাবেক গুপ্তচর ও তার ৩৩ বছর বয়সী মেয়ে ইউলিয়াকে সলসবেরির একটি পার্কে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। তাদেরকে সোভিয়েত আমলের নার্ভ এজেন্ট নোভিচক ব্যবহার করে মেরে ফেলার চেষ্টা হয়েছিল বলে সন্দেহ যুক্তরাজ্যের। বিবিসি জানায়, চিকিৎসাধীন স্ক্রিপালের জ্ঞান ফিরে এসেছে; তিনি এখন কথাও বলছেন। সপ্তাহখানেক আগে তার মেয়ে ইউলিয়ার শারীরিক অবস্থার উন্নতির কথাও জানিয়েছিলেন চিকিৎসকরা। পরে এক বিবৃতিতে রুশ নাগরিক ইউলিয়া তার অসুস্থতার খবরে উদ্বেগ জানানো সবাইকে ধন্যবাদ জানান। তার ও তার বাবার গোপনীয়তা রক্ষায় সবাই সচেতন থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। নাগরিক হিসেবে ইউলিয়াকে কনস্যুলার সুবিধা দিতে চেয়েছে রাশিয়া। মস্কোর এ প্রস্তাবের কথা পক্ষত্যাগী গুপ্তচরের মেয়েকে জানানো হয়েছে বলে দাবি যুক্তরাজ্যের। তারা বলেন,  ইউলিয়াই পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। স্ক্রিপালের সেরে ওঠার খবরকে ‘সুসংবাদ’ অ্যাখ্যা দিয়ে টুইট করেছে যুক্তরাজ্যের রুশ দূতাবাস। এক বিবৃতিতে তারা সাবেক গুপ্তচরের দ্রুত সুস্থতা কামনা করে; সুস্থ হওয়ার পথে থাকা স্ক্রিপাল ও ইউলিয়া তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও আশা তাদের। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন স্ক্রিপালের  শারীরিক অবস্থার দ্রুত উন্নতিতে ন্যাশনাল হেলথ সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীদের প্রশংসা করেছেন। দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের বিবৃতিতেও স্ক্রিপালের সেরে ওঠার খবরে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। সাবেক গুপ্তচর কর্নেল স্ক্রিপাল ব্রিটিশ গোয়েন্দা সংস্থার চরে পরিণত হওয়ার অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন। বিচারে ১৩ বছরের কারাদণ্ড হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে  বন্দী গুপ্তচর বিনিময় ‍চুক্তিতে ২০১০ সালে স্ক্রিপালকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়। মুক্তি পেয়েই তিনি যুক্তরাজ্য চলে যান। স্ক্রিপালের কন্যা ইউলিয়া মস্কোতে বসবাস করলেও বাবাকে দেখতে তিনি নিয়মিত যুক্তরাজ্যে যেতেন। রাশিয়া দুজনকেই গত ৪ মার্চ যুক্তরাজ্যের সলসবেরির উইল্টশায়ারে বিষাক্ত নার্ভ এজেন্ট দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল বলে অভিযোগ যুক্তরাজ্যের। তবে মস্কো বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। এ নিয়ে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ঘটনাও ঘটেছে।  

এ সম্পর্কিত আরও খবর