কংগ্রেসের সঙ্গে চিরস্থায়ী জোট করিনি : কেজরিওয়াল

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-05-29 20:18:18

কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির (আপ) সমঝোতা কোনও স্থায়ী বিষয় নয় বলে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এনডিটিভি জানিয়েছে, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আপ প্রধান বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো। বিজেপির স্বৈরাচারী, জুলুমবাজির শাসনের অবসান ঘটানো। তাই আমরা কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছি।’

এরপরই লোকসভা নির্বাচনের পরে দুই দলের সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলে এর পরে ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, ‘আমরা কংগ্রেসের সঙ্গে চিরস্থায়ী গাঁটছড়া বাঁধিনি।’ তবে লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ জয়ী হবে দাবি করে ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল বলেন, ‘আগামী ৪ জুন বড় চমক অপেক্ষা করছে।’

লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের দাবি করলেও বিরোধী জোটের সরকারের স্বরূপ সম্পর্কে কোনও মন্তব্য করেননি আপ প্রধান।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বিজেপি শাসিত গুজরাট, গোয়া, হরিয়ানা এবং আপ শাসিত দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেছে আম আদমি পার্টি। চণ্ডীগড়েও এই দুই দল লড়ছে একসঙ্গে।

কিন্তু, আপ শাসিত আরেক রাজ্য পাঞ্জাবে এই দুই দল পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এ প্রসঙ্গে কেজরিওয়াল জানান, রাজ্যভিত্তিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেই তারা এই পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, ‘পঞ্জাবে বিজেপির কোনও অস্তিত্বই নেই।’

লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক ভবিষ্যতের উপর আঘাত হানবে বলেও দাবি করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর