আফগানিস্তানে এক নৌকাডুবিতে ২০ জন এবং সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতসহ মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) সকালে এ নৌকাডুবি ও শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
তালেবান পরিচালিত বার্তাসংস্থা বখতার নিউজ এজেন্সির বরাত দিয়ে আমু টিভি এ খবর জানায়।
আমু টিভির খবরে বলা হয়, শনিবার সকালে আফগানিস্তানের নানগহর প্রদেশের মোহাম্মদ দারা জেলার বাসওয়াল এলাকায় এক নৌকাডুবির ঘটনা ঘটে।
এসময় নৌকায় ২৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৫ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও ২০ জন যাত্রী পানিতে ডুবে মারা যান। তাৎক্ষণিকভাবে নৌকাডুবির কারণ জানা যায়নি।
নানগহর দক্ষিণ আফগানিস্তানের একটি প্রদেশ। এ প্রদেশটি খুবই অনুন্নত। এ প্রদেশের বাসিন্দাদের বেশির ভাগই ভীষণ গরিব। তাদের মৌলিক চাহিদার অভাবের পাশাপাশি ঘরবাড়ি এবং রাস্তাঘাট, সেতুরও অভাব রয়েছে। ফলে এ প্রদেশের বাসিন্দারদের খুবই ঝুঁকি নিয়ে জীবনযাপন করতে হয়।
অন্যদিকে, আফগানিস্তানের বাল্খ প্রদেশে শুক্রবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন।
এ বিষয়ে বাল্খ প্রদেশের নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র মোহাম্মদ এসা ওয়াসিক জানিয়েছেন, শুক্রবার বিকেলে সোলগারা জেলায় এক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং আরো ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।