মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ক্লাউদিয়া শেইনবাউম

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-06-03 12:35:59

ক্লাউদিয়া শেইনবাউমের ঐতিহাসিক জয়ে ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে মেক্সিকো।

বার্তা সংস্থা রয়টার্স বিভিন্ন বুথফেরত জরিপে শেইনবাউমের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা তুলে ধরে এ তথ্য জানায়।

মেক্সিকো সিটির ৬১ বছর বয়সী সাবেক মেয়র ক্লাউদিয়া শেইনবাউম ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে যাচ্ছেন। বিপরীতে বিরোধী দলীয় নেতা সোতিল গালভে পেতে পারেন ৩০ শতাংশ ভোট। অন্য আরও চারটি বুথফেরত জরিপেও ক্লাউদিয়াকে জয়ী হিসেবে দেখা গেছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোতিল গালভে অবশ্য অস্থায়ী এই ফলাফল মেনে নেননি। তিনি তার সমর্থকদের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেছেন। আনুষ্ঠানিক ফলাফল আজ ঘোষণা করা হতে পারে আশা করা হচ্ছে।

ক্লাউদিয়া শেইনবাউম বিজয়ী হলে মেক্সিকোয় নতুন এক ইতিহাস তৈরি হবে। কারণ, যে দেশটি পুরুষালি সংস্কৃতিতে বিশ্বাসী, সেই দেশই প্রথম কোন নারীকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে যাচ্ছে।

উল্লেখ্য, ক্লাউদিয়া শেইনবাউম বিজয়ী হলে আগামী ১ অক্টোবর ছয় বছরের জন্য ক্ষমতা গ্রহণ করবেন।

এ সম্পর্কিত আরও খবর