বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে দেশটির বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোটও ফলাফলে চমক দেখিয়েছে।
মঙ্গলবার (৪ জুন) বিকেল ৪টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে কোন দল কত আসনে এগিয়ে রয়েছে, চলুন জেনে নেওয়া যাক।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৪২, কংগ্রেস ১০০, তৃণমূল কংগ্রেস ২৯, সমাজবাদী পার্টি (এসপি) ৩৩, দ্রাবিড় মুনেত্রা কাজগাম (ডিএমকে) ২১, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬, জনতা দল (ইউনাইটেড) ১৪, শিবসেনা (উদ্ধব) ১০, এনসিপি (শরদ) ৭, সিপিআইএম ৪, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ৩, লোক জনশক্তি পার্টি (এলজেপি) ৫, ওয়াইএসআর কংগ্রেস পার্টি ৪, সিপিআই ২, জনতা দল (ধর্মনিরপেক্ষ) ২, আম আদমি পার্টি (আপ) ৩, জেএনপি ২, সিপিআইএমএল ২, বিজেডি ১, ভিসিকে ২, আরএলডি ৩, জেএমএম ৩, জেকেএন ২, ইউপিপিএল ১, এজিপি ১, এইচএএম (এস) ১, আইইউএমএল ৩, কেসি(এম) ১, আরএসপি ১, এনসিপি (অজিত) ১, জেডপিএম, অকালি দল ১, আরএলটিপি ১, এসকেএম ১, পিএমকে ১, এমডিএমকে ১, ডিএমডিকে ১, আজাদ সমাজ পার্টি ১, এজেএসইউপি ১, এআইএমআইএম ১, নির্দল ৪, ভিওটিপিপি ১, শিবসেনা (শিন্ডে) ৬, আপনা দল ১, ভারতএপি ১, এএসপিকেআর ১।
লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে একই হিসাবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৮।
গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।
২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচন ভোটগ্রহণ হয়েছে মোট সাত দফায়। ১৯ এপ্রিল নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে ও সবশেষ ১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৪ জুন মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল প্রায় ৯৭ কোটি। এর মধ্যে ২১ কোটি তরুণ। তবে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, এবার লোকসভা নির্বাচনে মোট ৬৪.২ কোটি ভোটার ভোটে অংশ নিয়েছেন।