কলকাতার অ্যাক্রোপলিস শপিংমলে ভয়াবহ আগুন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-14 13:51:59

কলকাতার কসবা শহরের অ্যাক্রোপলিস শপিংমলের চারতলায় ফুড কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় তাড়াহুড়ো করে ঘটনাস্থল থেকে সেরে যান শপিংমলের ক্রেতারা।

শুক্রবার (১৪ জুন) ভারতের কলকাতায় এই ঘটনা ঘটে। এর মাত্র ৪দিন আগে পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড সংগঠিত হয়। তবে আগুন লাগার কোনো কারণ এখনও জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে জানা গিয়েছে মলের ফুডকোর্ট থেকে আগুন মলে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ততম শপিংমল অ্যাক্রোপলিসে প্রতিদিন বহু মানুষ ভিড় জমান। মলটিতে রয়েছে প্রেক্ষাগৃহ, বহুজাত দোকান ও রেস্তরাঁ ও একাধিক অফিস। আগুন লাগার পর সকলকে নিরাপদে শপিংমল থেকে বের করা হয়েছে। 

এ সম্পর্কিত আরও খবর