হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিজেপির প্রবীণ নেতা তথা ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদভানি। এনডিটিভি জানিয়েছে, দিল্লি এমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। ৯৬ বছর বয়সি আদভানিকে দিল্লির এমস হাসপাতালের বার্ধক্য বিভাগে রাখা হয়েছে।
চিকিৎসকেরা তার স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। ঠিক কী সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা এখনো জানা যায়নি।
২০২৪ সালের শুরুতেই ভারত সরকারের পক্ষ থেকে তাকে ‘ভারতরত্ন’ পদকে ভূষিত করা হয়।
শারীরিকভাবে দুর্বল হওয়ায় আদভানির বাড়িতে গিয়ে তার হাতে ভারতরত্ন তুলে দিযেছিলেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।
লাল কৃষ্ণ আদভানির জন্ম ১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে। ১৯৮০ সাল থেকে তিনি বিজেপির সভাপতি পদে ছিলেন।
প্রায় তিন দশক লম্বা রাজনৈতিক ক্যারিয়ারে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতেরর স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন এই আদভানি।