ভেনেজুয়েলার সংকট নিরসনের পথ এখনও আছে: গুইদো

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪ | 2023-08-26 00:36:51

ভেনেজুয়েলায় সশস্ত্র সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো। তিনি এও বলেছেন যে, অর্থনৈতিকভাবে ধ্বংস প্রায় দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে এখনই জাদুময় মুহূর্ত (ম্যাজিক্যাল মোমেন্ট)।

গত সপ্তাহেই নিজেকে দেশটির 'বৈধ অন্তর্বর্তীকালীন' সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তিনি। সর্বশেষ তিনি বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হটাতে সফলভাবে সব চেষ্টাই করছেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে মানবিক জরুরি অবস্থার অবসান ঘটিয়ে আধুনিক ল্যাটিন আমেরিকার পথে যাত্রা শুরু করেছেন।

গুইদো বলেন, আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা, বিরোধীদের একতা আর সাধারণ মানুষের জাগরণ ভেনেজুয়েলার সংকট নিরসনে উজ্জ্বল সম্ভাবনা তৈরি করে দিয়েছে।

তিনি আরও বলেন, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে মাদুরোকে চাপ প্রয়োগ অব্যাহত আছে। এরই মধ্যে ইউরোপের শক্তিশালী চার দেশ তাকে আল্টিমেটাম দিয়েছে।

৩৫ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, হতাশা আজ আশায় রূপ নিয়েছে, মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। আমাদের দুঃস্বপ্নের ঘোর ভেঙে নতুন স্বপ্ন বুনতে হবে, ভবিষ্যতের স্বপ্ন, আমাদের দেশ গড়ার স্বপ্ন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এ সম্পর্কিত আরও খবর