ব্রিটেনের সাধারণ নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। ২০১০ সাল থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে টানা নির্বাচিত হয়ে আসছেন তিনি।
টাওয়ার হ্যামলেটস কাইন্সিলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, লেবার পার্টি থেকে তিনি মোট ভোট পেয়েছেন ১৫ হাজার ৮৯৭টি। বর্তমানে তিনি এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার মনোনয়ন পেয়েছেন এমন চারজনের মধ্যে একজন রুশনারা আলী। বেথনাল গ্রিন এবং স্টেপনির জন্য এমপি হয়েছেন তিনি।
বাংলাদেশের সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে রুশনারা আলীর জন্ম। ছোটোবেলায় মা-বাবার সঙ্গে লন্ডনে যান তিনি। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
লেবার পার্টি থেকে গেল মেয়াদের চার এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ড. রূপা হক ও আফসানা বেগম এবারও লড়েছেন।
এদিকে ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। সবকিছু ঠিক থাকলে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বামপন্থি নেতা কিয়ার স্টারমার।