ব্রেক্সিট বিতর্ক: যুক্তরাজ্যে বিভক্তি বাড়ছে

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 17:40:41

 

যুক্তরাজ্যের ব্রাইটনে চালানো এক জরিপ বলছে, ব্রেক্সিট নিয়ে সেখানে রাজনৈতিক বিভক্তি, বিতর্ক আর বিষাদ ক্রমেই বাড়ছে। ইউ ছাড়ার গণভোটের পর থেকে উত্তেজনা বেড়েই চলেছে। জনক্ষোভ ধীরে ধীরে ব্যাপক আকাড় ধারণ করছে।

জরিপে অংশ নেয়া ৬৯ শতাংশ মানুষ বলেছেন, ব্রেক্সিট বিতর্কে ২০১৬ সাল থেকেই সৃষ্ট রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বের জেরে কাছের লোকদের থেকে সরে গেছেন তারা।

এছাড়া, ৪০ শতাংশ মানুষ বলেছেন, ব্রেক্সিট নিয়ে বিতর্ক তথা সংঘাত প্রতিরোধ করবেন তারা।

প্রতি ছয় জনের একজন উত্তর দিয়েছেন, ইউ ছাড়ার বিতর্কে তারা তাদের প্রতিবেশী বন্ধুদের কাছে হেরেছেন।

সার্বিকভাবে ৬৫ শতাংশ মানুষ মনে করেন, যুক্তরাজ্য ভুল পথে ধাবিত হচ্ছে।

অন্যদিকে, ৬০ শতাংশ রক্ষণশীল মনে করেন, তাদের দেশ সঠিক পথেই আছে। 

বিশ্বব্যাপী জরিপের কাজ করে থাকে এমন প্রতিষ্ঠান ‘এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার’ ব্রাইটনে এই জরিপ চালিয়েছে। গত ১৮ ডিসেম্বর থেকে চলতি জানুয়ারির ৭ তারিখ পর‌্যন্ত দেশটির দুই হাজার মানুষের উপর এই জরিপ চালানো হয়।  

সূত্র: দ্য গার্ডিয়ান

এ সম্পর্কিত আরও খবর