মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন মধ্যস্থতাকারীরা গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এখন হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাইডেন।
মার্কিন মিত্রের জন্য তার সামগ্রিক সমর্থন সত্ত্বেও ইসরায়েলি পদক্ষেপ সম্পর্কে উদ্বেগের কথা স্বীকার করে বাইডেন তার পুননির্বাচিত হওয়ার ব্যাপারে সন্দেহকারীদের দাবি বাতিল করার লক্ষ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে এই কথা বলেন।
ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর তিনি বলেন, অনেক কিছু আছে, যে বিষয় আমি ইসরায়েলিদের রাজি করাতে পারতাম। কিন্তু, মূল কথা হল আমাদের এখন সুযোগ আছে। এই যুদ্ধ শেষ করার সময় এসেছে।’
তবে বাইডেন স্বীকার করেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে ‘কঠিন এবং জটিল সমস্যা’ রয়ে গেছে।
তিনি বলেন, ‘যুদ্ধ শেষ করার ক্ষেত্রে এখনও ফাঁক রয়েছে। তবে আমরা অগ্রগতি অর্জন করছি। প্রবণতাটি ইতিবাচক এবং আমি এই চুক্তিটি সম্পন্ন করতে এবং এই যুদ্ধের অবসান ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ, যা এখনই শেষ হওয়া উচিত।’
উল্লেখ্য, হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৩৮ হাজার ৩৪৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু।