যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় সামনে এসেছে। ২০ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
রোববার (১৪ জুলাই) লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি।
ওই আপডেটে বলা হয়, স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা হয়। এই হামলার পর একজন হামলাকারী দেশটির সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন। এসময় আরও একজন সমর্থকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে এ ঘটনায় ওই বন্দুকধারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে এফবিআই। এফবিআই জানিয়েছে ওই বন্দুকধারীর বয়স ২০ বছর। তিনি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তবে এর বেশি আপাতত পর্যন্ত জানানো হয়নি।
এর আগে পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ২০ বছর বয়সী এই যুবক সমাবেশের মঞ্চ থেকে ১৩০ গজ দূরে একটি ভবনের ছাদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কমপক্ষে আটটি গুলি ছুড়েছেন। তবে এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন ট্রাম্প।