ফিলিপাইনে এবার মসজিদে বোমা হামলা, নিহত ২

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 16:15:43

ক্যাথলিক খ্রিস্টান চার্চে হামলার একদিন পরই ফিলিপাইনে এবার মসজিদে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত ও চারজনের মত আহত হয়েছেন।

বুধবার (৩০ জানুয়ারি) ভোরে দেশটির দক্ষিণাংশে অবস্থিত জাম্বোয়াংগা শহরের একটি মসজিদে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। হামলার সময় মসজিদটিতে হতাহতরা ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

দেশটির আঞ্চলিক সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল গেরি বেসানা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় নেতা মুজিব হাতামান বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না। প্রার্থনারত মানুষের উপর হামলা কাপুরুষতার পরিচয় দেয়। শান্তির জন্য প্রার্থনা করতে আমরা সকল ধর্মের লোকদের আহবান জানাচ্ছি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা মহল এই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, একদিন আগেই গত রোববার নিকটবর্তী জোলো দ্বীপে ক্যাথলিক চার্চের বাইরে বোমা বিস্ফোরণে ১৯ জন মারা যান। স্থানীয় মিন্দানাও দ্বীপে মুসলিম শাসনের প্রতি ব্যাপক জনসমর্থন মিলেছে। এর জেরে এ ধরনের হামলা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর