ভেনেজুয়েলা সংকট: গুইদোর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 22:09:57

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদোর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। একইসঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়েছে।

ক্ষমতা হস্তান্তর নিয়ে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করার সপ্তাহখানেক পর মঙ্গলবার গুইদোর উপর এমন বল প্রয়োগ করলো দেশটির বিচার বিভাগ।

যুক্তরাষ্ট্র, ইইউসহ বেশ কিছু দেশ গুইদোকে সমর্থন দিয়ে পুনরায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ দিয়ে আসছে। তবে, রাশিয়াসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের সমর্থন নিয়ে শক্তি প্রদর্শন করে এসবে কর্ণপাত করছেন না মাদুরো।

গত ১০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মাদুরো ক্ষমতা নেয়ার পর থেকেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত বছর বিতর্কিত নির্বাচনে জয়ী হন তিনি। ওই নির্বাচনে দেশটির বিরোধী দলের বহু নেতা নিষিদ্ধ ছিলেন, অনেকে কারাবন্দি ছিলেন।

জাতিসংঘ জানিয়েছে, মাদুরোবিরোধী আন্দোলনে গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪০ জন মারা গেছেন। আটক হয়েছেন শতাধিক মানুষ।

এদিকে, পেরুর পররাষ্ট্রমন্ত্রী নেস্তোর পোপোলিজিও জানিয়েছেন, ভেনেজুয়েলার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কানাডাসহ ১৪টি দেশ নিয়ে ২০১৭ সালে গঠিত ‘লিমা গ্রুপ’ দেশটিতে যেকোনো সামরিক হস্তক্ষেপের বিরোধীতা করেছে।

এ সম্পর্কিত আরও খবর