যুক্তরাজ্যের সাউথপোর্টে একটি নাচের ক্লাসে এক কিশোরের ছুরিকাঘাতে ২ জন শিশু নিহত এবং আরো ১১ শিশু আহত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে আউটলুক এ খবর জানায়।
খবরে বলা হয়, সোমবার উত্তরপশ্চিম ইংল্যান্ডের সাউথপোর্টে শিশুদের নাচের ক্লাস চলাকালে ১৭ বছর বয়েসি এক কিশোর উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে।
এতে ২ জন শিশু নিহত এবং আরো ১১ শিশু আহত হয়। এ ঘটনার পর ওই কিশোরকে আটক করা হয় এবং সেইসঙ্গে তার ছুরিটি জব্দ করা হয়েছে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পর পরই রক্তাক্ত শিশুরা কমিউনিটি সেন্টারের নাচের ক্লাস থেকে ছুটে বেরিয়ে আসতে থাকে। এসময় টেইলর সুইফটের এক থিমের ওপর ৬ থেকে ১১ বছর বয়েসি শিশুদের নাচ এবং যোগ ব্যায়ামের প্রশিক্ষণ চলছিল।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
যুক্তরাজ্যের পুলিশ এ ঘটনাকে ‘গুরুতর দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে। ওই কিশোর হত্যাকারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে হত্যাকারী কিশোরটি ওই কমিউনিটি সেন্টার থেকে ৫ মাইল (৮ কিলোমিটার) দূরের একটি গ্রামে বাস করতো বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ১৯৯৬ সালে যুক্তরাজ্যে ভয়াবহ শিশু হত্যাকাণ্ডের একটি ঘটনা ঘটে। এ বছর স্কটল্যান্ডের ডাবলিনে ৪৩ বছর বয়েসি থমাস হ্যামিলটন নামে এক ব্যক্তি গুলি করে কিন্টারগার্ডেনের ১৬ শিশুসহ তাদের এক শিক্ষককে হত্যা করেন।