যুক্তরাষ্ট্রে তীব্র শীত-তুষারপাতে নিহত ৭

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 13:25:59

তীব্র শীত ও তুষারপাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে তাপমাত্রা মাইনাসের নিচে অবস্থান করছে। তবে সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে শিকাগোতে। এই রাজ্যের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে।

তীব্র শীত আর তুষারপাতের কারণে দেশটির বিভিন্ন রাজ্যের দোকানপাট ও সড়ক বন্ধ রাখা হয়েছে। কিছু কিছু অঞ্চলে শীতের মাত্রা এন্টার্কটিকার তাপমাত্রাকে ছাড়িয়ে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জমে থাকা বরফ গলাতে দেশটির সড়কসহ বিভিন্নস্থানে আগুন জ্বালানো হয়েছে।

দেশটির ২৫০ মিলিয়ন মানুষ জমে যাওয়ার মতো শীত অনুভব করছে। এছাড়া ৯০ মিলিয়নের বেশি মানুষ মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে থাকা অঞ্চলে বসবাস করছে।

এদিকে তীব্র তুষারপাত মিশিগান, ইলিনস, আলাবামা এবং মিসিসিপিতে জরুরী অবস্থা জারি করেছে দেশটির সরকার।

এ সম্পর্কে দেশটির আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান, এ শীত ও তুষারপাত ইতিহাসের অংশ হতে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর