আবার সৌদি আরবে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-28 02:54:41

সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে আবার ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী নাজরান প্রদেশে ওই ঘাঁটিটি অবস্থিত। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনাসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইয়েমেনের গণমাধ্যম বলছে, সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের জবাবে ইয়েমেনের সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, স্বল্পপাল্লার বাদ্র-১ ক্ষেপণাস্ত্র দিয়ে গতরাতে সৌদি আরবের কুয়াত আল-ওয়াজেব সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তিনি জানান, নিখুঁতভাবে ওই ক্ষেপণাস্ত্র সৌদি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। ইয়েমেনের এ সেনা কর্মকর্তা জানান, হামলায় ঘাঁটির বড় রকমের ক্ষতি হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে। এদিকে, সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ দাবি করেছে যে, ইয়েমেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র বাধা দেয়া হয় এবং আকাশেই ধ্বংস করা হয়েছে। এর দুদিন আগে ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের আরামকো তেল কোম্পানির একটি তেল ট্যাংকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। সেসময়ও সৌদি আরব ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছিল।

এ সম্পর্কিত আরও খবর