অবশেষে লেবাননে নতুন সরকার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 16:18:04

আট মাসেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক দ্বন্দ্বের পর লেবাননে শেষ পর্যন্ত নতুন সরকার গঠিত হয়েছে। প্রায় সব দলের প্রতিনিধিত্ব রেখেই নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি এ মন্ত্রিসভার ঘোষণা করেন। ৩০ সদস্যের মন্ত্রিসভায় আছেন চার জন নারী সদস্যও। এর মধ্যে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন একজন নারী।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন হারিরি। পশ্চিমা সমর্থিত এই নেতার সামনে এখন প্রথম ও প্রধান চ্যালেঞ্জ হলো- ধ্বংসের মুখে থাকা লেবাননের অর্থনৈতিকে পুনরুদ্ধার করে ঋণের বোঝা কমানো।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি। নির্বাচনের পর এটা কঠিন একটা রাজনৈতিক সময়। অতীতের সব ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

উল্লেখ্য, গত বছরের মে মাসে লেবাননে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সরকার গঠনের যে বিধান দেশটিতে আছে, তা মেনে এতদিন পর্যন্ত সরকার ঘোষণা করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও খবর