ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-19 06:24:53

গাজায় ইসরায়েলিদের গুলিতে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার একশ'রও বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে। নিজ ভূমিতে ফেরার অধিকার বাস্তবায়নের দাবিতে শুক্রবার অষ্টম দিনের মতো ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিরা প্রতিবাদ সমাবেশ করলে দখলদার সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় হতাহতের এসব ঘটনা ঘটে। এ নিয়ে আট দিনে গাজায় ৩০ জন ফিলিস্তিনি নিহত ও আড়াই হাজারের বেশি আহত হলো। গত ৩০ মার্চ শুক্রবার ফিলিস্তিনিদের ভূমি দিবসে হাজার হাজার মানুষের বিক্ষোভে ইসরাইলিদের হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত ও দেড় হাজার আহত হয়। ওই গণহত্যার পরও ফিলিস্তিনিরা তাদের বিক্ষোভ অব্যাহত রাখে। গত এক সপ্তাহ ধরেই গাজায় বিক্ষোভ চলছে। তবে গতকালের বিক্ষোভে মানুষের উপস্থিতি বেশি ছিল। ইসরায়েল সীমান্তে এখনও স্নাইপারদের মোতায়েন রাখা হয়েছে। এ বছর ভূমি দিবসকে উপলক্ষ্য করে ফিলিস্তিনিরা নতুন আন্দোলন শুরু করেছে। প্রতি বছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা নিজ ভূমিতে ফেরার দাবিতে ভূমি দিবস পালন করে থাকে। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েল ফিলিস্তিনিদের ২১ হাজার বর্গকিলোমিটার ভূমি দখলের নতুন সিদ্ধান্ত ঘোষণা করে।

এ সম্পর্কিত আরও খবর