প্রথম বারের মত সংযুক্ত আরব আমিরাত সফরে পোপ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 21:21:08

তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে আছেন পোপ ফ্রান্সিস। আরবের কোনো উপদ্বীপে এটাই প্রথম কোনো রোমান ক্যাথলিকের সফর।

সহধর্মিতার উপর আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার (৩ ফেব্রুয়ারি) দেশটিতে পৌঁছান তিনি। বিশ্বব্যাপী মানবাধিকার কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলনের নামকরণ করা হয়েছে, ‘ইয়ার অব টলারেন্স’।

সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাতও সক্রিয়ভাবে ইয়েমেন যুদ্ধে জড়িত। এই যুদ্ধ মানবাধিকারকে অনিশ্চিত করে তুলেছে এবং বিশ্বব্যাপী মানবিক সংকট তৈরি করেছে। এমনকি, পার্শ্ববর্তী কাতারের স্থলভাগ ও সমুদ্রাঞ্চল অবরোধ করে গত দুই বছর হলো সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারস্পারিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলে আসছে।

এসব বিষয়ে পোপ ওই সম্মেলনে কথা বলবেন কিনা, তা নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি তিনি। তবে, আশা করা হচ্ছে যে, দেশটির নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে তিনি এসব ইস্যুতে আলোচনা করবেন।

আয়োজকরা জানিয়েছেন, ওই সম্মেলনে বিশ্বের দুই ধর্মের আন্তর্জাতিক নেতারা অংশ নেবেন। এতে বিশ্বশান্তি ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তারা।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও খবর