রাশিয়ার বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-12 16:26:05

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগসহ আরো কিছু অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার ৩৮ জন ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদের মধ্যে প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সাত ব্যবসায়ী এবং ১৭ জন সিনিয়র সরকারি কর্মকর্তা রয়েছেন। নিষেধাজ্ঞার শিকার রুশ ব্যবসায়ীদের মধ্যে গ্যাসপ্রম, বুরিনি ও রেনোভা’র মতো বৃহৎ শিল্পগোষ্ঠীর মালিকরা রয়েছেন। এ ছাড়া, রয়েছেন ১১ জন রুশ জেনারেল। ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপের জন্য রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে ২০১৪ সালে প্রথম রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং পরবর্তীতে বারবার তার পরিধি বাড়িয়েছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়াও পাল্টা পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর