নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৩৭

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-04 11:57:21

নাইজেরিয়ার এক গ্রামে ইসলামী উগ্রপন্থি সংঠন বোকো হারামের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানায়।

খবরে বলা হয়, রোববার বিকেলে বোকো হারামের সদস্যরা মোটরসাইকেলে করে এসে উত্তর-পূর্ব নাইজেরিয়ার ইয়োবি প্রদেশের মাফা গ্রামে এসে নির্বিচারে গুলি করতে থাকে। এসময় তারা দোকানপাটসহ বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের ছোড়া গুলিতে এখন পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে। এছাড়াও আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, অনেকে ভয়ে জঙ্গলে পালিয়ে লুকালেও সেখানেও খুঁজে খুঁজে গুলি করে বোকো হারামের সদস্যরা।

খবরে বলা হয়, গত ১৫ বছরে বোকো হারামের হামলায় তিনটি প্রদেশে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং ২০ লাখ মানুষ ভয়ে এলাকা ছাড়া হয়ে আছেন।
ইয়োবি’র পুলিশের এক মুখপাত্র ডানগুস আবদুলকরিম জানান, এর আগে সন্দেহভাজন বোকো হারামের দুই সদস্যকে স্থানীয়রা মেরে ফেলেন। এরই প্রতিশোধ হিসেবে বোকো হারাম এ হামলা করেছে।

মদু মোহাম্মেদ নামে এক গ্রামবাসী বলেন, অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। অনেকের মরদেহ জঙ্গলে পড়ে রয়েছে। নিহতদের সংখ্যা শতাধিক বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর