ব্রুনাইয়ে জুয়ার অপরাধে বাংলাদেশিকে ১ লাখ টাকা জরিমানা

, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্যাংকক, থাইল্যান্ড | 2024-09-04 13:54:11

অবৈধ জুয়া খেলার অপরাধে ব্রুনাইয়ে অবস্থানরত এক বাংলাদেশিকে ১ হাজার ব্রুনাই ডলার বা ১ লাখ টাকা জরিমানা করেছেন দেশটির আদালত।

সম্প্রতি ব্রুনাইয়ে নির্বাহী আদালত এই জরিমানা করেন।

জানা যায়, বাংলাদেশি নাগরিক কাজী দেলোয়ার (৩৯) প্রবাসী শ্রমিক হিসেবে ব্রুনাইয়ে অবস্থান করছিলেন। গত ২৫ জুন সন্ধ্যায় জালানু টুটং কাম্পং কিলানাসের একটি বাড়িতে তিনি জুয়া খেলছিলেন।

প্রসিকিউটর আব্দুল মুসাউইর বিন হাজি মাহলি জানান, কর্তৃপক্ষের অভিযানে কাজী দেলোয়ারসহ অন্যদের গ্রেফতার করা হয়। কাটাম-কাটাম নামে পরিচিত একটি জুয়ায় অংশগ্রহণ করেছিলেন তারা।

তদন্তকালে সংশ্লিষ্ট সবাই ওই স্থানে কাটাম-কাটাম খেলার কথা স্বীকার করেন।

অবৈধ জুয়া কার্যক্রমে অংশ নেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সিয়ারিফাহ নূর বাকিয়াহ বিন্তি মালাই শাহরান কাজী দেলোয়ারকে এই জরিমানা করেন। জরিমানা প্রদানে ব্যর্থতার জন্য অর্থদণ্ডের সমপরিমাণ এক মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

কাজী দেলোয়ার আদালতে তার অপরাধের কথা স্বীকার করেছেন। ওই কাটাম কাটাম জুয়া খেলার স্থানটি এই চায়নিজ ব্যবসায়ী পরিচালনা করেন।

এ সম্পর্কিত আরও খবর