জুন থেকে আগস্ট, গরমের বিশ্বরেকর্ড

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক ,বার্তা২৪.কম | 2024-09-06 18:17:17

চলতি বছরের জুন থেকে আগস্ট এই তিন মাসে গোটা বিশ্ব এযাবতকালের সবচেয়ে বেশি উষ্ণতা ছিল। এই তিন মাসে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৬.৮২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে কখনো এই তাপমাত্রা বিশ্বজুড়ে দেখা যায় নি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা কোপার্নিকাস এর উপ পরিচালক সামান্থা বার্গেস জানিয়েছেন, জুন থেকে আগস্ট পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে, দক্ষিণ গোলার্ধে থাকে শীতকাল। এর আগে কখনও উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের জেরে বিশ্বের গড় তাপমাত্রা এই পরিমাণে বৃদ্ধি পায়নি। মানুষের জানা ইতিহাস অনুসারে ২০২৪ সালটি এখন বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর।

এছাড়া সামান্থা বার্গেসের বরাত দিয়ে আরও উল্লেখ করা হয়, ২০২৩ ও ২০২৪ সালের শুরুর দিকে চক্রাকার আবহাওয়ার ঘটনা এল নিনো দ্বারা তাপ বৃদ্ধি পায়, যা পূর্ব প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠের জলকে উষ্ণ করেছে।

তবে সংস্থাটির বিজ্ঞানী জুলিয়েন নিকোলাস জানিয়েছেন এল নিনোর পূর্বের প্রভাবগুলি আগে কখনও সর্বশেষ তিন মাসে যে প্রভাব ফেলেছে তার মতো শক্তিশালী ছিল না।

এ সম্পর্কিত আরও খবর