ভেনেজুয়ালার বিরোধী নেতা পালিয়ে স্পেনে গেলেন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-08 11:28:46

ভেনেজুলার সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমান্ডু গনজালেস অবশেষে দেশ থেকে পালিয়ে স্পেনে আশ্রয় নিয়েছেন।

ভেনেজুয়েলা এবং স্পেনের মধ্যে কূটনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে তিনি সে দেশে গিয়ে আশ্রয় নিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স, বিবিসি এবং আলজাজিরা এ খবর জানায়।

খবরে বলা হয়, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, দেশের প্রেসিডেন্ট নির্বাচনের সাবেক প্রার্থী এডমান্ডু গনজালেস শনিবার রাতে দেশ ত্যাগ করেছেন।

এদিকে, ব্রাজিল এবং আর্জেন্টিনা ভেনেজুলায়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দেশটি যেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিকদের সঙ্গে সম্পর্ক মেনে চলে।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ইনস্টাগ্রামে এক পোস্ট জানান, এডমান্ডু গনজালেস বেশ কিছুদিন ধরে কারাকাসের স্পেনের দূতাবাসে শরণার্থী হিসেবে অবস্থান করছিলেন।
ডেলসি বলেন, স্প্যানিশ এয়ার ফোর্সের প্লেনে করে তিনি স্পেনে পাড়ি জমিয়েছেন।

গনজালেস ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে স্পেনের দূতাবাসে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেন।

এই নির্বাচনের পর বিশ্বের অন্যান্য দেশ ভেনেজুয়েলার নির্বাচন নিয়ে সমালোচনা করে। যদিও নির্বাচন কমিশন এবং দেশটির উচ্চ আদালত মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছিল।

এ সম্পর্কিত আরও খবর