আইভরি কোস্টের উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাস এবং পেট্রোলভর্তি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪৫ জন।
উদ্ধারকারীরা এবং স্থানীয় মিডিয়া শনিবার এ কথা জানিয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
উদ্ধারকারী পুলিশ জানায়, শুক্রবার যাত্রীবাহী একটি বাস এবং বিপরীত লেনে একটি পেট্রোলভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, সেখানে ইন্ডিকেটর ছাড়াই একটি মালবাহী ট্রাক পার্ক করায় সড়ক সঙ্কুচিত হয়েছিল।
আইভরি কোস্টের উত্তরাঞ্চলের দুটি বড় শহর বোয়াকে এবং কোরহোগোর মধ্যে হাইওয়েতে প্রায় ২৩০০ জিএমটিতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ‘বাস এবং ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ভয়ঙ্করভাবে আগুন ছড়িয়ে পড়ে, আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু হয়।’
আইভোরিয়ান প্রেস এজেন্সি (এআইপি) নিশ্চিত করেছে, ১৯ জন আহত শিশু কাটিওলা এবং নিয়াকারা শহরের হাসপাতালে ভর্তি হয়েছে।
অনেক রাস্তা ও গাড়ির খারাপ অবস্থার পাশাপশি বেপরোয়া গতির কারণে আইভরি কোস্টে প্রায়ইই মারাত্মক দুর্ঘটনা ঘটছে।